DUAFI Board is excited to organize the first-ever online book launching ceremony, "Boi Bilash", for the six authors.
ডুয়াফির বিশেষ আয়োজ“বই বিলাস” এ আমাদের সাথে সামিল হবার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা! ডুয়াফির সম্মানিত সদস্যদের প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠান আলাদা করে পালন করলেও এবারের অনুষ্ঠানটি ছিল কিছুটা বাতিক্রমধর্মী।
এবার আমরা ডুয়াফি পরিবারের ছয়জন কবি ও সাহিত্যিকদের প্রকাশিত বই নিয়ে একসাথে এই অনুষ্ঠানটি করতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি।আপনাদের সবার প্রতি ডুয়াফি বোর্ড এবং ডুয়াফি পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। সেইসাথে প্রতিটি বইয়ের সাফল্য কামনা
ডুয়াফি অত্যন্ত কৃতজ্ঞ এবং সম্মানিত বোধ করছে এমন গুণীজনদের নিয়ে একটি অনুষ্ঠান করতে পেরে! অনন্য এই অনুষ্ঠান্তিকে সফল করতে আপনাদের সবার সক্রিয় অংশগ্রহণ, কঠোর পরিশ্রম, এবং সহায়তার জন্য, বিশেষ করে নিন্মলিখিত সদস্য এবং অতিথিদের প্রতি গভীর ভাবে ঋণী এবং কৃতজ্ঞ।
অনুষ্ঠান পরিচালনাঃ
অদিতি সাদিয়া রহমান ও ফকির সেলিম
লেখকঃ
ইকবাল বাহার চৌধুরী, আনিস আহমেদ, আশরাফ আহমেদ, শফিকুল ইসলাম, আহসান জামান, এবং শেখ রসুল
বই নিয়ে আলোচনাঃ
আনিস আহমেদ, আমিনুর রহমান, মোস্তফা তানিম, এ্যান্থনি পিউস গোমেজ, কামরুল হাসান,সৈয়দ হাই, এবং আলিয়া পারভেজ
বই থেকে পাঠঃ
ইকবাল বাহার চৌধুরী,অদিতি সাদিয়া রহমান, মিজানুর রাহমান, শারমিন চৌধুরী, এবং শেখ রসুল
কবির সাথে কথোপকথনঃ
আরিফুর রহমান স্বপন
সাংস্কৃতিক পরিবেশনাঃ
মুনমুন মোস্তফা, সোফিয়া আমান আহসান, মকবুল আহসান টিটো, শামিমা খন্দকার, এবং এ. কে. এম. খাইরুজ্জামান
কারিগরি সহযোগিতাঃ
মিজানুর রাহমান
অনুষ্ঠান সূচিঃ
শোয়েব চৌধুরী
সব শেষে ডুয়াফির সকল সদস্য এবং উপস্থিত সুধীবৃন্দকে সব সময় ডুয়াফির সাথে থাকবার জন্য আবারো ডুয়াফি বোর্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।